বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিয়েকে স্মরণীয় করে রাখতে কত মানুষ না কত কিছুই করেন। বিয়েতে টাকা ছাড়ানো নতুন কিছু নয়। কিন্তু তাই বলে বিমান থেকেই কনের বাড়িয়ে টাকা ছাড়ানো সত্যি অভিনব।
জানা গিয়েছে, এই ঘটনা পাকিস্তানের হায়দরাবাদের। ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করে উর্দু ভাষায় ঘটনার কথা জানিয়েছেন এক ব্যক্তি। সেখানে বলা হয়েছে, বরপক্ষের কাছে কন্যার বাবার অনুরোধেই এমনটা করা হয়। এভাবে আকাশে টাকা ছোড়া পাকিস্তানী আইন সম্মত কিনা আমরা জানি না। কিন্তু তা যে অভিনব তাতে সন্দেহ নেই।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানকে চমকপ্রদ করতে বরপক্ষের তরফে বিমান ভাড়া করা হয়। সেখানে টাকা বোজাই করে বরপক্ষের লোকজন কনেপক্ষের বাড়িতে গিয়ে আকাশ থেকে টাকার বৃষ্টি করেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কনের বাড়ির লক্ষ্য করে উড়ে আসছে একটি বিমান। কনের বাড়ির ঠিক উপরে বিমানটি আসতেই দেখা যায়, দফায় দফায় বিমান থেকে ছড়ানো হচ্ছে টাকা। ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। কেউ আবার ‘ভিক্ষুক দেশ’ পাকিস্তানের এমন কাণ্ড দেখে কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘ছেলের বাবার কাছে কন্যার বাবার এই ঋণ সারা জীবন ধরে শোধ করতে হবে কনেকে।’