বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে খুবই সংকটে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে ওই দেশের সরকারের একটা অংশ রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত বাতিলের দাবি করেছেন।

 

 

এবার ইউনুস সরকার রবীন্দ্রনাথের অন্যান্য স্মৃতি মুছে ফেলতে উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠাবাড়ী জমিদার বাড়ি। এখানেই পা রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্বোধন করেছিলেন কাছারিবাড়ির। সেই আঠাবাড়ী থেকেই মুছে দেওয়া হল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। বাড়ির সামনে যে ফলক ছিল, সেখান থেকে রবীন্দ্রনাথের নাম মুছে ফেলা হয়েছে। এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পরেছেন ওই দেশের রবীন্দ্রভক্ত মানুষেরা।

আমরা জানি, ১৯২৬ সালের ১৯ ফেব্রুয়ারি জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরীর আমন্ত্রণে আঠাবাড়ী জমিদার বাড়িতে যান বিশ্বকবি। তাঁর অনুরোধেই কাছারিবাড়ির উদ্বোধন করেন। ১৯৬৮ সালে এখানে তৈরি হয় আঠারবাড়ী ডিগ্রি কলেজ। এই কলেজের ভিতরেই রয়েছে রবীন্দ্রনাথের উদ্বোধন করা কাছারিবাড়ি। প্রতি বছরই কবিগুরুর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে দূর-দূরান্ত থেকে জনসমাগম হত। কিন্তু এখন আর নেই রবি ঠাকুরের সেই ফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *