বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লি এইমসে ভর্তি হন আর রাত ৯. ২০তে তিনি আমাদের ছেড়ে চলে যান।

 

আজ সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে যান। সকালেই সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করতে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ রাজধানীর প্রায় সব রাজনীতিকই। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে শনিবার। এই মুহূর্তে তাঁর বাস ভবনে প্রচুর মানুষের ভিড়।

আজ নয় আগামী কাল অর্থাৎ শনিবার তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে। কংগ্রেস সূত্রে খবর, মনমোহনের কনিষ্ঠা কন্যা ক্যালিফর্নিয়ায় অধ্যাপনা করেন। সেখান থেকে তিনি শুক্রবার বিকেলে দেশে ফিরবেন। সেই কারণেই শেষকৃত্য হবে শনিবার। শেষকৃত্যের পর মনমোহনের অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দফতরে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *