বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কাছে গোপন খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর বাংলাদেশের জঙ্গিরা হামলা করতে পারে।
এই নিয়ে খুবই উদ্বিগ্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, প্রত্যেক সভায় ‘ডি জোন’ থাকতে হবে। অর্থাৎ শুভেন্দুর আশপাশে বেশ কিছুটা অংশ ফাঁকা থাকবে। কেন্দ্রীয় গোয়েন্দারা পুরোপুরি নজর রাখবেন। সভা, মিছিল বা যে কোনও ‘আউটডোর’ কর্মসূচিতে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের হাতে শিল্ড এবং আগ্নেয়াস্ত্র থাকবে বলে সূত্রের খবর। সভা শেষে মঞ্চ থেকে নেমে কোনও কথা বলবেন না শুভেন্দু। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরও দেবেন ওই মঞ্চ থেকেই। তাঁর ধারে কাছে কাউকে আসতে দেওয়া হবে না।
পুলিশ সূত্রে খবর, আরও জানা গিয়েছে যে রাস্তাতেও থাকবে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। কনভয়ে থাকবে ২২ জনের সশস্ত্র বাহিনী। কনভয় সিগন্যালে দাঁড়ালে সামনে, পিছনে এবং দু’ পাশে ভিআইপি গাড়ি ঘিরে থাকবে অন্য সিকিউরিটি গাড়ি। স্পর্শকাতর এলাকায় প্রবেশ করলে পরিস্থিতি বুঝে বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করতে হবে। মহিলা নিরাপত্তারক্ষী পুনরায় ফিরিয়ে আনার ব্যবস্থা হবে বলে জানা গিয়েছে। বিধানসভার ক্ষেত্রে নিরাপত্তারক্ষী বাইরে থাকেই। এ ক্ষেত্রে বিধানসভার ২ নম্বর গেটের সামনে বিরোধী দলনেতার প্রবেশ ও বেরোনোর সময় সাধারণ মানুষ যাতে ভিড় না করেন, সেটা নিশ্চিত করতে হবে। আসল কথা হলো, শুভেন্দুর নিরাপত্তার কোনো ফাঁক রাখতে চাইছেন না দুই সরকার।