বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। ভারতের মহামানবের জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষের সাথে সেজে উঠেছে শিলিগুড়ি। শিলিগুড়ির অন্যান্য জায়গার মতো শহর শিলিগুড়িতে স্বামীজি কে নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

স্বামী বিবেকানন্দের অসংখ্য ভক্তের মধ্যে, বিভিন্ন মিশনারি অফ চ্যারিটি , অর্গানাইজেশন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা । তারাই আয়োজন করছে এবারে বিভিন্ন ধরনের উৎসব। শিলিগুড়ি শহরে যত বিবেকানন্দের মূর্তি আছে। তাপ পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন মেয়র। এবার ১২ই জানুয়ারি অন্যভাবে স্বামীজীর জন্মদিন পালন করবে শিলিগুড়ি। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে স্বামীজীর অনুষ্ঠান পালন করবার খবর চলে আসছে। এবার সেটা যথেষ্ট পরিমাণ আনন্দদায়ক হবে বলে দাবি করছেন শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের অন্যতম প্রধান কর্তা। সারা বছর ধরে স্বামীজিকে নিয়ে প্রচুর অনুষ্ঠান হচ্ছে শিলিগুড়িতে, রক্তদান শিবির ও হচ্ছে , এই ধরনের অনুষ্ঠান যথেষ্ট পরিমানে আনন্দদায়ক বলে দাবি করছেন তিনি নিজেই। এবার স্বামীজীর জন্মদিনটিকে স্মরণীয় করতে উদ্যোগী হয়েছে বহুক্রিয়া প্রেমী সংস্থাও। যুবকদের আদর্শ স্বামীজীর জীবন নিয়ে এবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কুইজ কম্পিটিশনের আয়োজন করা হচ্ছে। সবমিলিয়ে 2025 স্বামীজির জন্মদিন এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে শহর শিলিগুড়ির মানুষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *