বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বুধবার রাত ১টা ৫২ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গেই দমকল পৌঁছয়। প্রথমে দমকলের ৮টি ইঞ্জিন এসেছিল। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আরও দমকলের সংখ্যা বাড়ানো হয়।

 

শেষ পর্যন্ত দমকলের ১৯টি ইঞ্জিন এসে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে।

এই ঘটনায় অন্যান্য কোনো মৃত্যুর খবর না থাকলেও একজন দমকল কর্মীর মৃত্যু হয়েছে। আগুন নেভানোর সময়ই ট্রাকের ধাক্কায় এক দমকলকর্মীর মৃত্যুর খবর মিলেছে। জানা গিয়েছে, সোহানুজ্জামান নয়ন নামক ওই দমকলকর্মী জলের পাম্পের সঙ্গে পাইপ লাগাতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে একটি ট্রাক এসে তাঁকে ধাক্কা মারে। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বাংলাদেশের সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক; অর্থ মন্ত্রক; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রকের বিভিন্ন বিভাগ রয়েছে। জনৈক উচ্চ আধিকারিক বলেন,”বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *