বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দার্জিলিং এর চিড়িয়াখানায় ছাড়া হলো সাদা বাঘ। গত কয়েকদিন ধরে দার্জিলিংয়ের চিড়িয়াখানাতে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। আর ভিড় আরো বাড়াতে এবং চিড়িয়াখানার জনপ্রিয়তা বাড়াতে দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ ছাড়লো সাদা বাঘ।
আজ থেকেই পর্যটকেরা চিড়িয়াখানায় গেলে দর্শন পাবেন সাদা বাঘের। এমনিতেই পর্যটকদের কাছে সাদা বাঘের গুরুত্ব প্রচন্ডভাবে বেড়ে গেছে। তাই দার্জিলিং এর চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিন্তা করেছিলেন সাদা বাঘ ছাড়বেন। তাই আজ থেকে চিড়িয়াখানায় দেখতে পাওয়া যাবে সাদা বাঘ। ২৫শে ডিসেম্বর থেকে দার্জিলিং এর চিড়িয়াখানায় লোক আসতে শুরু করে এবার অনেকটাই বেড়েছে। তাদের আগমন তাই কর্তৃপক্ষ জানিয়েছেন আজ থেকে সাদা বাঘকে চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য খুলে দেবেন।