বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ধৃতিরাষ্ট্রের সৎভাই বিদূর মহাভারতের অন্যতম বুদ্ধিমান ও সৎ চরিত্র। তিনি একজন অসাধারণ দার্শনিক ছিলেন। সব সময় সৎ-অসৎ, পাপাত্মাপুন্যত্মা, জ্ঞানী-নির্বোধ নিয়ে তিনি তাঁর দর্শন প্রকাশ করেছেন। তাঁর তেমন কয়েকটি অমোঘ বাণী।

 

১) যে ব্যক্তি সর্বদা অজান্তে আত্মঅহংকার নিয়ে বাস করেন এবং পরিশ্রম না করেই ধনী হতে চান। এ জাতীয় ব্যক্তিকে বোকা বলা হয়।

২) এমন ব্যক্তি যে নিজের প্রয়োজনের চেয়ে বেশি দাবি করে এবং নিজের চেয়ে ক্ষমতাবান লোকের সঙ্গে শত্রুতা করে। সেই ব্যক্তিকে বোকা বলে মনে করা হয়।

৩) যে ব্যক্তি তার শত্রুকে বন্ধু তৈরি করে এবং তার জন্য বন্ধুদেরও ত্যাগ করেন। যাঁরা ভুল সংস্থাকে অবলম্বন করেন তাঁদেরই বোকা বলা যায়।

৪) যে ব্যক্তি নিজেকে সবোর্চ্চ দেখানোর চেষ্টা করেন তাঁদের বোকা বলা হয়।

৫) যে ব্যক্তি ভুল করে অন্যকে দোষারোপ করে এবং সর্বদা তার ভুলগুলি আড়াল করার চেষ্টা করে এমন ব্যক্তিকে মূর্খ বলা হয়।

৬) যে ব্যক্তি তার নিজের বাবকে সম্মান না করে এবং অজ্ঞ মানুষকে সম্মান দেয়। এ জাতীয় ব্যক্তিকে বোকা বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *