বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি, আহত চার । তাদের মধ্যে একজন কিশোর ,দুজন ভদ্রমহিলা ও একজন বয়স্ক ভদ্রমহিলা।
দুর্গাপুরে বি ওয়ান মোড়ের ইন্ডিয়ান অয়েল এর হাউসিং কমপ্লেক্সে তিনতলা আবাসনে সিলিন্ডার ফেটে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আওয়াজ শুনে স্থানীয়রা পুলিশকে সাথে সাথে খবর দেয়।খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী আসলে, দমকলের সহযোগিতায় আগুন নেভানো হয় ও আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়। আহতদেরকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।