বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জল নিয়ে জর্জরিত পুরনিগম। নতুন বছর শুরুর আগে ফের বিঘ্নিত হচ্ছে পানীয় জল পরিষেবা। ফুলবাড়ির জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে বৃহস্পতিবার থেকে কয়েকদিন জল সরবরাহ বিঘ্নিত হবে।

 

পুরনিগমের তরফে জানানো হয়েছে, যে কয়েকদিন কাজ চলবে, সেই কয়েকদিন শুধু সকালে জল মিলবে। স্বাভাবিকভাবেই তাতে শহরবাসীর চাহিদা মিটবে না।

শিলিগুড়িতে পানীয় জলসমস্যা যেন পিছু ছাড়ছে না। একটা সমস্যা মেটার সঙ্গে সঙ্গেই নতুন সমস্যা তৈরি হচ্ছে। মাসখানেক আগেও দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজের জন্য পানীয় জল পরিষেবা বন্ধ ছিল।

শহরবাসীর অধিকাংশই এখন পুরনিগমের পানীয় জলের ওপর নির্ভরশীল। একবেলা জল না এলেই হইহই রইরই পড়ে যায় সর্বত্র। বিশেষ করে বস্তি এলাকায়। ফলে পুরনিগমের নতুন ঘোষণায় সিঁদুরে মেঘ দেখছেন তাঁদের অনেকেই। সন্তোষীনগরের রিতা শা’র কথায়, ‘আগেও দেখেছি, পুরনিগম একবেলা জল বন্ধ রাখার কথা বললেও দু’বেলা জল দেয় না। সেরকম হলে মারাত্মক সমস্যায় পড়তে হবে। আমাদের তো জল কিনে খাওয়ার ক্ষমতা নেই।’

শিলিগুড়িতে ইতিমধ্যে দ্বিতীয় পানীয় জলপ্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে।

পুরনিগম সূত্রে খবর, পলি পরিষ্কার করতে ৪-৫ দিন সময় লেগে যাবে। তবে এই সময়কালে একবেলা করে জল সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *