বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়িতে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।প্রতিবছর শীত পড়তেই পর্যটকদের ভিড় দেখা যায় বেঙ্গল সাফারি পার্কে।
বড়দিন বা নববর্ষ সহ অন্যান্য বিশেষ দিনগুলিতে প্রচুর মানুষ পার্কে গিয়ে আনন্দ উপভোগ করেন।বুধবার সকাল থেকেই বহু মানুষের ভিড় দেখা যায় বেঙ্গল সাফারিতে।শহরের পাশাপাশি বিভিন্ন জায়গার পর্যটকেরা বেঙ্গল সাফারি পার্কে বড়দিনের আনন্দে মেতেছেন।
এদিন পর্যটকেরা জানান, বড়দিন উপলক্ষে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে ঘুরতে এসেছি।ছোটদের সঙ্গে বড়দিনের আনন্দে আমরাও মেতে উঠেছি।বেঙ্গল সাফারির পরিবেশ খুবই সুন্দর।ঘোরাফেরা খাওয়া-দাওয়ার মধ্য দিয়েই দিনটি উদযাপন করা হচ্ছে বলে জানান সকলে। প্রতিবছর ভিড় হয় বেঙ্গল সাফারিতে, এই বছর তার থেকেও বেশি মানুষ এসছেন বলে দাবি বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের। মূলত বাঘের কারনে আসেন তারা। এছাড়া পর্যটক দের পাখির আকর্ষন তো আছেই। সব মিলিয়ে আজকে বড়দিন এর সকাল জমজমাট বেঙ্গল সাফারিতে। মানুষ আসছেন এবং উপভোগ করছেন বেঙ্গল সাফারির মজা।