বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি অন্যতম জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা, বাবলাতলা ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হলো। ব্যাটিং করে সবাইকে চমকে দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
প্রতিবছর এই প্রতিযোগিতাকে ঘিরে শহরে ক্রিকেটপ্রেমী মানুষদের একটা আলাদা ঐতিহ্য এবং গুরুত্ব থাকে। এই প্রতিযোগিতা যথেষ্ট উত্তেজক এবং উপভোগ্য হবে। আমি আশা করে রাখছি। প্রত্যেকটি দলকে আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। তারা যেন যথেষ্ট আকর্ষণীয় করে তোলে এই ক্রীড়া প্রতিযোগিতা। বাবলাতলা ক্রিকেট প্রতিযোগিতা বহু পুরনো টুর্নামেন্ট , এই টুর্নামেন্ট কে ঘিরে সবার আগ্রহ থাকে দেখবার মতন। এদিন বেশ কয়েকটি শট খেললেন মেয়র। মেয়রের সাথে দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান সহ শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলরেরা।