বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বড়দিনে শিলিগুড়িতে পিকনিকের হিড়িক লেগেছিল সকাল থেকে। শিলিগুড়ির আশেপাশের বিভিন্ন এলাকায় পিকনিক স্পট গুলিতে এদিন সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়।
বড়দিনের ছুটির মেজাজে এদিন ছিলেন সবাই। শিলিগুড়ির বিভিন্ন বিখ্যাত পিকনিক স্পট গুলিতে যেমন দুধিয়া , কালিঝোরা এবং গজলডোবা তে দিন মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতন। অনেকে নিজস্ব গাড়ি নিয়ে নিজের পরিবার নিয়ে সকালে বেরিয়ে গেছিলেন। অনেকে বাসে করে বিভিন্ন জায়গায় খাবার বানিয়ে পিকনিক উদযাপন করলেন। সবচাইতে বেশি ভিড় ছিল দুধিয়াতে। সব থেকে বেশি পিকনিকের স্থানের জায়গা দুনিয়াতে। তাই এদিন সকাল ন’টা বাজতে না বাজতেই পিকনিকের গাড়িগুলি জমায়েত হতে শুরু করে দেয়। আজ থেকে শুরু হলো পিকনিক। শিলিগুড়িতে আজ পিকনিক স্পট গুলি ছাড়াও শহরের মধ্যেই অনেকে পিকনিক করেছেন। সব মিলিয়ে আজকের দিনটি ২৫ ডিসেম্বর হিসাবে মেনে নিয়ে আনন্দ করলেন সবাই। আবহাওয়া ভালো থাকায় মানুষের ভিড় এদিন উপচে পড়েছে শহরে বিভিন্ন এলাকা জুড়ে।