বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক; আজ শিলিগুড়িতে ফের পোস্টার পড়লো , মোহাম্মদ ইউনূসের। মোঃ ইউনূসের সরকার জিহাদি সরকার, সবচাইতে নিকৃষ্ট মানের সরকার, এই পোস্টার পড়ল শিলিগুড়ি বিভিন্ন জায়গাতে।
বিভিন্ন জায়গায় জায়গায় দিন, মোহাম্মদ ইউনূসকে নিয়ে পোস্টার পরে । ইনি আজ শিলিগুড়িতে চাঞ্চল দেখা দিল, জানা গেছে শিলিগুড়িতে এখন এখনো পর্যন্ত বহু বাংলাদেশী মানুষ আছেন বিভিন্ন লজ এবং রেস্টুরেন্টে। আছেন হোটেলেও, সেইসব বেশ কিছু হোটেলের বাইরে এদিন মোহাম্মদ ইউনূসের নামে পোস্টার পড়ে। যদিও শিলিগুড়ি থেকে বাংলাদেশীদের চলে যাওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত, কোন নির্দেশিকা জারি করা হয়নি, তবুও এই নিয়ে দ্বিতীয়বার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পোস্টার পড়ায়, চাঞ্চল্য দেখা দিল। এখনোভাবে সরকারি কোনো নির্দেশ না আসার ফলে বাংলাদেশিরা শিলিগুড়িতে ঠিক কতদিন থাকতে পারেন অথবা থাকবেন সেটা নিও অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিলিগুড়ির বহু বিশিষ্ট মানুষদের মতে, যেভাবে বাংলাদেশ ভারতের পতাকাকে অপমান করেছে, যেভাবে বাংলাদেশের মানুষ ভারতের পতাকাকে পা দিয়ে চলে গেছে সেখানে শিলিগুড়ির কোন হোটেলেই ওদের স্থান হওয়া উচিত না। শুধুমাত্র মানবিকতার কারণে, ওদের হোটেলের স্থান হচ্ছে। শিলিগুড়ি থেকে কোন বাংলাদেশীদের, অপমানিত হয়ে চলে যেতে হবে না, কিন্তু দেশের বিরোধিতা করলে আবার সেই দেশেই থাকলে কোন মানুষ তা সহ্য করবেনা। তাই এদিন মোহাম্মদ ইউনু স এর পোস্টার পড়ায় নতুন করে চাঞ্চল্য দেখা গেল শহর শিলিগুড়িতে। শিলিগুড়িতে রো দিয়ে আসছেন বহু মানুষ, তাদের মধ্যে বাংলাদেশীরা আছেন, দু দেশের মধ্যে বর্তমান পরিস্থিতি যে জায়গায় চলে গেছে এখন বাংলাদেশিরা আসেন না বললেই চলে। আজকের পোস্টার নতুন করে আবার বিদ্বেষের রেখা সৃষ্টি করল এটা ভালো করে বলতে পারা যায়।