বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামীকাল বড়দিন, অন্যান্য জায়গার মতন শিলিগুড়িতেও জমে উঠেছে বড়দিনের বাজার। শিলিগুড়ি বিভিন্ন মার্কেটে সুসজ্জিত কেক বিক্রি হচ্ছে। ছোট থেকে বড়, এবং আমিষ থেকে নিরামিশ।
শিলিগুড়িতে বেশ কয়েকটি চার্চ আছে, তারমধ্যে বিখ্যাত চার্চ এবং প্রধান নগরের চার্চ বিখ্যাত। এই চার্চ গুলিকে সাজিয়ে তোলা হচ্ছে। সুসজ্জিত আলো দিয়ে। বিভিন্ন জায়গায় গির্জা তৈরি হচ্ছে, প্রভু যীশুর আগমনের। বাচ্চারা তৈরি হয়ে গেছে, ক্রিসমাসের জন্য। শিলিগুড়িতে দেদার বিক্রি হচ্ছে ক্রিসমাস ট্রি। বাচ্চাদের কাছে অত্যন্ত আনন্দের এই ক্রিসমাস ট্রি। বিখ্যাত এই ক্রিসমাস ট্রি প্রভু যীশুর আগমনের বার্তা নিয়ে আসে। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় সেজে উঠেছে কেকের দোকানগুলি, নতুন বছর এবং ক্রিসমাস দুটি নিয়েই মেতে উঠেছেন এখন শিলিগুড়ির মানুষ। ক্রিসমাস উপলক্ষে শিলিগুড়িতে এদিন বিভিন্ন এলাকায় সুস্থদের খাওয়ানো ব্যবস্থা করাও হচ্ছে। নতুন বছরের আগে আছে ২৫শে ডিসেম্বর, তাই মানুষের কাছে অত্যন্ত আনন্দের এই দিনটি। আগামীকাল ক্রিসমাস, প্রভু যীশুর জন্মদিন, আজকেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, শহর শিলিগুড়িতে, অন্যান্য জায়গার মতন।