বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নির্দেশ কিছুটা, কিছুটা নির্দেশ দিল্লির তবুও ব্যর্থ বঙ্গ বিজেপি তাদের সদস্য সংগ্রহ অভিযানে। বিজেপি বিধায়ক সংকর ঘোষ জানালেন তিনি নিজেও মোটামুটি তৈরি এই সদস্য সংগ্রহ অভিযানে।
মানুষ সাড়া দিচ্ছে ভালই। তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে, বিজেপিকে যে মানুষ চায় সেটা আমরা বুঝতে পারছি। তাই আমরা দেরি করছি না, তৈরি হয়ে যাচ্ছি সদস্য সংগ্রহ অভিযানে। আমি বলব আমি মোটামুটি সফল, মানুষের ছাড়া আমি পাচ্ছি এবং পেয়ে চলেছি। তাই বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে যে শিলিগুড়ি থেকে শুধু ভালো ফলই করবে না, মানুষকে চমকে দেবে আমি সেটা ভালোভাবেই জানি। দাবি করলেও, বিজেপি যে সদস্য সংগ্রহ অভিযানে খুব একটা সফল হতে পারেনি, তা মানুষের কথাবার্তা তেই বোঝা যাচ্ছে। দিনরাত মানুষের কাছে গিয়ে সদস্য সংগ্রহ করছেন বিধায়ক। শংকর ঘোষ আরো জানালেন, আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি মানুষ বিজেপিকে ভোট দিতে চলেছেন। মানুষের সারা আমরা পাচ্ছি, তৃণমূল কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে যে বিজেপি পাচ্ছে না সদস্য সংগ্রহ করতে। এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি, কেন্দ্রীয় নির্দেশে যে আমরা নেমেছিলাম সদস্য সংগ্রহ করছে এটা মোটামুটি সফল।