বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা আজ শিলিগুড়িতে এসে পৌঁছছেন। এসএসবির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার। জানা গেছে এছাড়াও অমিত সাহা গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন দার্জিলিং জেলা বিজেপি নেতৃত্বের সাথে। আগামীকাল অমিত শাহের এস এস বীর একটি অনুষ্ঠানের যোগ দেওয়ার কথা।
জানা গেছে রাজ্য বিজেপির কর্মকাণ্ডে একেবারেই খুশি নন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ। রাজ্যে সদস্য সংগ্রহের অভিযান রীতিমত ব্যর্থ। মানুষ তা একেবারেই গ্রহণ করেন নি, বলে কথা কানে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহ হয়তো জানতে চাইবেন কেন সদস্য সংগ্রহ করবার কাজটি ঠিকমতো করা গেল না। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর কানে গিয়ে পৌঁছেছে রাজিব বিজেপির গোষ্ঠী কোন্দল এর দলের ব্যাপারটিও। হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ঢেলে সাজাতে চাইবেন দার্জিলিং জেলার নেতৃত্ব কে, তবে অন্য সূত্রের খবর এখনই তিনি কিছু করতে চান না। আপাতত কিছু নির্দেশ দিয়েই তিনি চলে যাবেন বলে দাবি করছেন সকলে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসার খবরে একেবারে সাজ সাজ রব রাজ্য বিজেপির। শিলিগুড়ি থেকে তার কলকাতা যাওয়ার কথা বলে খবর পাওয়া গেছে। তবে তিনি শিলিগুড়িতে এসে পৌঁছানো না পর্যন্ত, কিছুই বলতে চাইছেন না কেউ।