বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশে ইউনুসের মোহ কি কাটতে শুরু করেছে? এমন চিহ্নই যেন ফুটে উঠলো শুক্রবার রাজধানী ঢাকায়। ৫ আগেস্টের পরে আবার আওয়ামি লীগের সদস্যদের বিরাট মিছিল ঢাকাতে। তাদের মুখে প্রধান শ্লোগান -, “ইউনূসের অবৈধ সরকার মানছি না, মানবো না”।
শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমর্থনেও স্লোগান ওঠে। শুক্রবার সকালে ঢাকার ধানমুন্ডিতে মিছিল করে আওয়ামি লীগ। মিছিলে ছাত্র, যুবদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। এই মিছিলের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ফের সংগঠিত হয়ে উঠছে বাংলাদেশে আওয়ামি লীগ? ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দিয়ে দেশ ছাড়া এবং আওয়ামি লীগের সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। আর আওয়ামি লীগের সরকারের পতন হতেই শুরু হয় ব্যাপক ধরপাকড়, গ্রেফতারি। আওয়ামি লীগের সদর দফতরে হামলা, আগুন লাগিয়ে দেওয়া হয়। এবার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে।
স্বাভাবিক কারণেই এই মুহূর্তে পাকিস্তানপন্থী বিএনপি কিছুটা হলেই শঙ্কিত। তারা পাকিস্তানের নির্দেশে দেশটাকে প্রায় আফগানিস্তানে পরিনত করতে চলেছে। সেই সময় আবার আওয়ামি লীগের এই বিশাল মিছিলে কিছুটা হলেও ভীত ইউনুস সরকার তা অবশ্য বলার অপেক্ষা রাখে না।