বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অনেকদিন ধরে চলছে, এবারে আর নয় কাজ না শুরু করলে ব্ল্যাকলিস্টেড করা হবে ঠিকাদারদের, এদিন কড়া বার্তা দিলেন মেয়র গৌতম দেব।
কে নিয়ে দিন টক টু মেয়র এ জানালেন বারবার বলা সত্ত্বেও ঠিকাদার কাজ শুরু করতে গরি মসি করছেন। এটা ঠিক না । আমি বলে গেলাম কাজ শুরু করুন আপনারা , কাজ না শুরু করলে আমি একটা লিস্ট তৈরি করছি। যাতে করে আপনাদের আর ভবিষ্যতে কাজ পাওয়া শুধুমাত্র মুশকিলই হবে না অসম্ভব হয়ে পড়বে। তাই বারবার বলছি আপনারা কাজ শুরু করুন। এই নিয়ে টক টু মেয়রে শিলিগুড়ির মানুষ অনেকবার আমার কাছে অভিযোগ জানিয়েছেন, আমি কিন্তু কোন উত্তর দিতে পারিনি। আমরা দায়বদ্ধ, মানুষকে পরিষেবা দিতে, কারণ মানুষ আমাদের ভোটে জিতিয়েছে। আপনারা কাজ শুরু করলে কাজে এগিয়ে যাবে। আমাদের দরকার মানুষকে পরিষেবা দেওয়া। তাই বারবার বলছি, যদি ব্ল্যাকলিস্টেড না হতে চান অবিলম্বে কাজ শুরু করুন। এরপর যা হবে শিলিগুড়ি পুরসভা দায়ী থাকবে না তার জন্য।