বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঠান্ডা পড়ছে আর কদর বাড়ছে দার্জিলিং এর। ভির জমছে জমছে। শৈল শহরে। ডিসেম্বরের মাঝামাঝিতে দার্জিলিংয়ের ভিড় দেখবার মতন। কেউ আছেন টাইগার হিল, আবার কেউ ঘুমে।
ভিড়ের কারণে বেড়েছে ব্যবসা। পর্যটকরা এসে কোন ঘর না পেয়ে ঘর ভাড়া করে থাকছেন। সাধারণত এই সময়টা ভিড় বারে দার্জিলিঙ। ছুটির আমেজ ২৫শে ডিসেম্বর এবং নতুন বছর সাধারণত এই সময়টা ভিড় বেড়ে যায় পর্যটকদের। আবার এইবার আরো ভিড় বেড়েছে, ব্যবসার তিন গুণ হওয়ায় খুশি হোটেলের মালিকেরা। এই সময়টাকে ভিড় প্রতিবছর এবারে তবে এই বছর একেবারেই আলাদা অন্যান্য চাইতে। ভিড় বাড়াতে খুশি দার্জিলিঙে সাধারণ মানুষও। তারাও জানিয়েছেন ভিড় পারলে আমাদের লাভ। আমরা নিজেদের ঘর ছেড়ে দিতে রাজি, শুধু পর্যটকরা আসুন। আমরা সব ধরনের আতিথিয়তা দেব। জানিয়ে দিলাম সেখানকার মানুষ। এইবারের ভিড় একেবারে দেখবার মত। লোকজন ঠিক থিক থিক করছে শৈল শহর।