বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একদিকে বাংলাদেশ অশান্তি আর তারই মধ্যে রেল অবরোধে নামল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। নতুন করে আবার দানা বাঁধছে আন্দোলন। পৃথক রাজ্যের দাবিতে অসম বাংলা সীমান্তের জোড়াই স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ।

 

বিগত দিনে নিউ কোচবিহার স্টেশনে দিনের পর দিন ধরে রেল অবরোধ করেছিল GCPA। ফের সেই টানা অবরোধের সিঁদুরে মেঘ। এদিকে এই অবরোধের জেরে স্বাভাবিকভাবেই উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সব মিলিয়ে যাত্রী ভোগান্তি ক্রমশ বাড়ছে। একাধিক দূরপাল্লার ট্রেনকে বাতিল করা হচ্ছে বলে খবর। একাধিক ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রচুর কর্মী সমর্থক বুধবার সকাল থেকেই জোড়াই স্টেশনের কাছে রেললাইনে বসে পড়েন। ইতিমধ্যে প্রচুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

পূর্ব ঘোষিত এই কর্মসূচির কারণে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। এক বিজ্ঞাপ্তির মাধ্যমে রেল জানিয়েছে, ১১ই ডিসেম্বর ২২২২৭নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসকে বাতিল করা হচ্ছে। ২২২২৮ গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বাতিল। বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এক্সপ্রেস বাতিল করা হয়েছে। কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে ফকিরগ্রাম, গোলকগঞ্জ নিউ কোচবিহার, আলিপুদুয়ার হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ চরমে। এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে প্রেস রিলিজে বলা হয়েছে,আলিপুরদুয়ার ডিভিশনের জোড়াই স্টেশনে অবরোধ চলছে। সকাল ৬টা ৪৫মিনিটে অবরোধকারীরা আসেন জোড়াই স্টেশনে। সকাল ৮টা পর্যন্ত ৫০০০ অবরোধকারী রেললাইনে বসে পড়েন।সমস্ত লাইন তাঁরা অবরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *