বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উপনির্বাচনে তৃণমূলের ব্যাপক সাফল্যর পরে রাজ্যসভার প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায় বুঝতে পেরেছেন যে তিনি সম্পূর্ণ একা হয়ে পরেছেন।
একা হয়েছেন আর জি কর কাণ্ডে দলের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ দেখানোর জন্য। এবার অনেকটা মাথা নোয়াতে হলো তাঁকে। ফের তৃণমূলের মূলস্রোতে ফিরছেন দলের অন্যতম সিনিয়র সাংসদ সুখেবন্দুশেখর রায়। তৃণমূল সূত্রে সেরকমই খবর৷ আজই দলীয় সাংসদদের সঙ্গে সংসদে যাবেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়৷ দিল্লির দলীয় কার্যালয়েও যাওয়ার কথা রয়েছে তাঁর৷ সূত্রের খবর, আরজি কর কাণ্ডের পর তাঁর প্রতিবাদের ধরনে ভুল ছিল বলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে স্বীকার করে নিয়েছেন সুখেন্দুশেখর৷ এই রাজনৈতিক নেতারা বোঝেন না যে রাজনীতি করলে আর আপনার কোনো স্বাধীন মতামত থাকতে পারে না। স্বাধীন ভাবনাকে ব্ন্ধক দিতে হয় রাজনীতির কাছে।
সাংসদ সুখেন্দু শেখর রায়ের অবস্থাও তাই। সূত্রের খবর, ওই চিঠির পরেই সুখেন্দুশেখর রায়ের প্রতি দলের শীর্ষ নেতৃত্বের মনোভাবও নমনীয় হয়েছে৷ তৃণমূল সূত্রে খবর, দলনেত্রীকে চিঠি লিখে সুখেন্দুশেখর লিখেছেন, “যা করেছি, ভুল করেছি। কোথাও ছেড়ে আপনাকে যাব না। আমার আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।” আজ দিল্লিতে রাজ্যসভার সাংসদদের বৈঠকে যোগ দেবেন সুখেন্দুশেখর। সূত্রের খবর, সাত দিন আগে তিনি কুণাল ঘোষের সঙ্গে কথা বলেন। কুনাল ঘোষের পরামর্শে তিনি দলনেতৃকে চিঠি লেখেন।