বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বুধবার বেলা দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালেন দিঘার জগন্নাথ মন্দিরে। চারিদিকে নিরাপত্তার কড়া ব্যবস্থা।

 

মমতার সঙ্গে আছেন অনেক আধিকারিক, তৃণমূলের কিছু উচ্চ নেতৃত্ব ও কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমন দাস। গোটা মন্দির পরিদর্শন করেন তিনি। কোথায় কাজ কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখেন। কীভাবে কাজ এগোচ্ছে, সেই সংক্রান্ত তথ্য জানতে চান মমতা। বিকেলে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। সম্ভবত সেখানে থাকবেন রাধারমণ দাস। ২০১৯ সালে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে। এই কাজ হিডকোকে দিয়ে করানো হবে। সেই মতো শুরু হয় কাজ। পরবর্তীকালে বনদপ্তরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা হওয়ায় সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়। মন্দিরের জায়গা স্থানান্তরিত করা হয় নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে। এখন সেই মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের দিকে।

২২ একর জমিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। মুখ্যমন্ত্রী সবদিক ঘুরে দেখেন। হিডকোর ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন। কাজের আগ্রগতি দেখে খুশি মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *