বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাজ্য বিধানসভায় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, এবার রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট শুরু হল না। রাজ্যপালের ভাষণ ছাড়াই পেশ হচ্ছে রাজ্য বাজেট।

ভোটের বছরে কেন্দ্রীয় অন্তবর্তী বাজেটে মূলত জনমোহিনী হয়ে থাকে। কিন্তু এবার সেই প্রবণতা নজরে পড়েনি। কেমন হতে পারে এ রাজ্যের বাজেট? বিগত বছরগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাজেটে বহু সামাজিক ন্যায় প্রকল্পের উপর জোর দিয়েছে। লোকসভা ভোটের কথা বিবেচনা করে কী সেই প্রতিফলন কী এবারও লক্ষ্য করা যাবে? সেদিকেই নজর বঙ্গবাসীর।
মনে করা হচ্ছে, আরও সামাজিক উন্নয়ন প্রকল্প ঘোষণার সঙ্গেই ইতিমধ্যেই কার্যকরী সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধির কথা উল্লেখ থাকতে পারে এবারের বাজেটে।

১০০ দিনের কাজ, আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে দিল্লি ও কলকাতায় আন্দোলন করতে দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে। রেড রোডের দু’দিনের ধর্নায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ২১ লক্ষ শ্রমিককে ১০০ দিনের বকেয়া টাকা রাজ্যের তরফে মিটিয়ে দেওয়া হবে। আগামী ২১ ফেব্রুয়ারি শ্রমিকদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হবে। যা বাজেটে উল্লেখ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া, আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি নির্মাণ, রাস্তা প্রকল্পেও অর্থ বরাদ্দের কথা থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *