বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বেশ কয়েক মাস রাজ্য ও রাজ্যপালের সংঘাতের পরে এই মুহূর্তে এই দুই পক্ষের সম্পর্ক অনেকটা নমনীয়। বিশেষ করে রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো প্যানেলেই স্বাক্ষর করেছেন রাজ্যপাল।

 

 

তার পরে সম্পর্ক অনেকটাই ঠিক হয়। এই পরিস্থিতিতে সোমবার বিকেলে রাজভবনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেন রাজ্যপাল। জানা যাচ্ছে, যে কোনও কারণেই হোক, রাজ্যপাল এখন রাজ্য সরকারের সঙ্গে কোনও সংঘাতমূলক পরিস্থিতিতে না জড়ানোর বার্তা দিচ্ছেন। মুখ্যমন্ত্রীও সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছেন। উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের বিকেলে প্রথাগত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজভবনে গেলেও রাজ্যপালকে কার্যত এড়িয়ে মূলত উত্তরের অলিন্দে অন্যদের সঙ্গে বসেই সময় কাটিয়ে দেন। সেই পরিস্থিতি এখন আর নেই।

এখন রাজ্যপালের পক্ষ থেকে অনেকটাই নরম বার্তা এসেছে। তাই তাঁর আমন্ত্রণে সৌজন্যের খাতিরেই সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া এর মাধ্যমে যদি সরকারি কাজে রাজভবনকেন্দ্রিক জট কিছুটা কাটে, তাতেও সুবিধাই হবে রাজ্য সরকারের। তাই সোমবার সব ঠিকঠাক থাকলে রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁদের আলোচনার বিষয় এখনও স্পষ্ট নয়। কূটনৈতিক মহল মনে করছে যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ও তাতে পশ্চিমবঙ্গের কী ভূমিকা হওয়া উচিত তা নিয়ে আলোচনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *