বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গণতন্ত্র’ ব্যাপারটা এখন প্রহাসানে পরিনত হয়েছে। জোর করে, বন্দুক দেখিয়ে রাষ্ট্রশক্তি দখল করা। আর তারপরে সর্বত্র লুঠ শুরু করা, এই দৃশ্য আমরা দেখেছি শ্রীলঙ্কা ও বাংলাদেশে।

 

রবিবার তাই দেখা গেলো সিরিয়ায়। বিপ্লবিদের আক্রমনের ভয়ে সিরিয়ার প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছেন। কেউ কেউ বলছেন, তাকে হত্যা করা হয়েছে। সে যাই হোক, খবর হলো, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের স্বৈরাচারী শাসন ভূলুণ্ঠিত হতেই তাঁর প্রাসাদে ঝাঁপিয়ে পড়ল আমজনতা। প্রেসিডেন্টের বিলাসবহুল বাসস্থানে ঢুকে চলল অবাধে লুটপাট! ফিরে এল বাংলাদেশ ও শ্রীলঙ্কার স্মৃতি! এটা হচ্ছে টা কি? বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে দাবি করা হচ্ছে, সেই অনুসারে – ক্ষমতা হাত থেকে বেরিয়ে গিয়েছে, এটা বোঝার পরই কোনও মতে দেশ ছেড়ে পালান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটি অংশের দাবি দেশ ছেড়ে পালানোর সময় তাকে প্লেনে হত্যা করা হয়েছে।

সূত্রের খবর, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালানোর পরেই তার বাস ভবনে ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষ। ইতিমধ্যেই সোশাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, নানা বয়সের মহিলা ও পুরুষ ওই প্রাসাদের ঢুকে পড়েছেন। তাঁরা অবাধে নানা সামগ্রী একেবারে ‘আপন মনে করে’ তুলে নিয়ে যাচ্ছেন! এখনও পর্যন্ত যে খবর সামনে এসেছে, তাতে জানা গিয়েছে, বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল-আসাদ। তবে তাঁর গন্তব্য সম্পর্কে এখনও পর্যন্ত কোনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। সূত্রের দাবি, সশস্ত্র বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামাস্কাসে পৌঁছতেই দেশ ছাড়তে বাধ্য হন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *