বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এটা সত্যি রীল বানানোর যুগ। বিশেষ করে নতুন প্রজন্ম হাতে একটা স্মার্ট ফোন পেলেই নিজেদের মতো করে রীল বানিয়ে চলেছে। তারপর তা পোষ্ট করে দিচ্ছে সমাজ মাধ্যমে।

 

এমনই এক রোমহর্ষক রীল সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি গাড়ির বনেটের উপর হাত ছড়িয়ে বসে রয়েছে এক নাবালক। চলন্ত গাড়ির বনেটে বসে আসলে সে রীলস বানাচ্ছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। যার ক্যাপশনে লেখা, ‘তুই আমার, আমি দেখে নেব – এটা বলার মতো বাবা রয়েছে আমার কাছে’। জানা গিয়েছে, ওই নাবালকের বাবা পুলিশের পদস্থ আধিকারিক। আর তাঁরই ক্ষমতা দেখিয়ে ছেলের এমন বেপরোয়া ভাব। এমন ঘটনায় সত্যি অবাক হয়ে গেছে সকলে।

হরিয়ানার এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় সোশাল মিডিয়ায়। জানা যাচ্ছে, রক্ষিত বেনিওয়াল নামের এক কিশোর এই কাণ্ড ঘটিয়েছে। সে ভ্লগার। সোশাল মিডিয়ায় রক্ষিতের বেশ জনপ্রিয়তাও রয়েছে। একাধিক সাহসী পোস্ট রয়েছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। ভাইরাল ভিডিওটি প্রোফাইলে ‘পিন টু টপ’ করা রয়েছে। যা ইতিমধ্যেই ৩৬ মিলিয়ন ভিউ পেয়েছে। চলন্ত গাড়ির বনেটে বসে এভাবে রিলস তৈরি শুধু ছেলেটির পক্ষে বিপজ্জনক নয়, আশেপাশের চালকদের জন্যও যথেষ্ট উদ্বেগের। চিরাগ নামে পুণের এক ব্যাক্তি ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ”হরিয়ানায় কী হচ্ছে এসব! এই নাবালকের হাত থেকে গাড়ির স্টিয়ারিং কেড়ে নেওয়া উচিত।” শেষ পাওয়া খবর পর্যন্ত পুলিশ ওই নাবালকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *