বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ব্যাপারটা প্রথমে চমকে দিলেও গবেষণায় দেখা গেছে, এই তথ্য সত্য। আর এর পিছনে আছে আমেরিকান ধন কুবের ব্রায়ান জনসন। দিল্লি মানেই শীতের ২/৩ মাস চূড়ান্ত বায়ু দূষণ।
সেই দুষণের কারণে ফুসফুসের অসুখ বেড়েই চলেছে। ভিড় বাড়ছে হসপিটালে। সম্প্রতি ভারতে এসে থাকাকালীন দিল্লির বায়ু দূষণ তাঁর নজরে আসে। তার পরেই তিনি বাতাস পরিশুদ্ধ করার কথা জানান।
একটি হোটেলের নোটিস বোর্ডের ছবি দিয়ে ব্রায়ান লেখেন—‘‘হোটেলে পরিষেবা হিসাবে বিশুদ্ধ বাতাস বিক্রি করা হচ্ছে।’’ ওই বিজ্ঞপ্তিতে হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, অতিথিদের ঘরের গড় বাতাসের গুণগত মান ২.৪। যেহেতু প্রতিটি ঘরে বসানো হয়েছে স্মার্ট এয়ার ফিল্টার। এইসঙ্গে উল্লেখ করা হয়েছে, বিদেশের বড় শহরগুলির বাতাসের গুণগত মান ঠিক কেমন। অর্থাৎ দূষণহীন সমতুল্য পরিষেবা দেওয়া হচ্ছে হোটেলের তরফে।তিনিও দিল্লির হোটেলের বিশুদ্ধ বাতাস সংক্রান্ত পরিষেবার কথা জানান। তাঁর হোটেলের নোটিস বোর্ডের ছবি দেন সমাজমাধ্যমে। সেখানে বলা হয়েছে, হোটেলের ঘরের বাতাসের মান ৫৮। সেদিন রাজধানীর বাতাসের গুণগত মান ছিল ৩৯৭। যা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে অনুযায়ী অতি খারাপ। এভাবেই বায়ু দূষণ রুখতে বিশেষ এয়ার ফিল্টার বসিয়ে তিনি এক নতুন দিল্লি উপহার দিচ্ছেন ধনী মানুষদের কাছে।