বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আরও চাপ বাড়লো ইউনুস সরকারের। সমাজ ও শিক্ষার বিকাশে রামকৃষ্ণ মিশনের ভূমিকা সারা বিশ্বে সমাদৃত। এতদিন সেই রামকৃষ্ণ মিশন বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছিলেন।

 

এবার তারাও প্রকাশ্যে আসলেন। জেলবন্দি সন্ন্যাসীর মুক্তির দাবিতে মহম্মদ ইউনূসের সরকারকে চিঠি দিল রামকৃষ্ণ মিশন। চিঠিতে লিখেছেন, ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস মহারাজ তো কোনো ধৰ্মীয় মৌলবাদী নয়। তাহলে কেন তাকে এভাবে জেলবন্দি করে রাখা হচ্ছে! রামকৃষ্ণ মঠ ও মিশন আশা করছে চিন্ময়কৃষ্ণ দাসকে জেল মুক্তি দিলে ইউনূস সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। রামকৃষ্ণ মঠ আশা করছে এই নিয়ে মহম্মদ ইউনূসের সরকার দ্রুত পদক্ষেপ করবে ও ব্যবস্থা গ্রহণ করবে। এবার ইউনুস সরকারের পক্ষে দুদিক রক্ষা করা খুবই কঠিন কাজ হয়ে পড়বে। একদিকে রামকৃষ্ণ মিশনের অনুরোধ ও অন্যদিকে পাকিস্তানপন্থী মৌলবাদীদের চোখ রাঙানি।

সাম্প্রতিক কালে বাংলাদেশে বার বার করে আক্রান্ত হয়েছে ইসকনের বিভিন্ন মন্দির। ভেঙে দেওয়া হয়েছে বিগ্রহ। আগুনে পড়ানো হয়েছে একাধিক মন্দির। সংখ্যালঘুদের উপর হেনস্থার অভিযোগ ওঠে সেদেশের কট্টরপন্থীদের বিরুদ্ধে। হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে, মহিলাদের নির্যাতন বাদ যাচ্ছে না কিছুই। শুধু তাই নয়, সম্প্রতি বাংলাদেশে ফের আক্রান্ত হয়েছে ইসকন। পুড়িয়ে দেওয়া হল ইসকনের নামহট্ট সেন্টার। এমনটাই অভিযোগ এনেছেন ইসকন কলকাতার সহ সভাপতি রাধারমণ দাস। এই পরিস্থিতিতে চাপে পড়লেন মহম্মদ ইউনুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *