বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মাসুদ আজহার’ নামটাই ভারতের কাছে ভয়ঙ্কর। সে এমন এক সন্ত্রাসবাদী যে বার বার করে ভারতে সন্ত্রাস চালিয়েছে। সাম্প্রতিক এক তথ্য বলছে, ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে থাকা মাসুদ আজহার বহাল তবিয়তেই রয়েছে পাকিস্তানে! সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, পড়শি দেশের বাহাওয়ালপুরে এক জনসভায় নাকি ভাষণ দিতে দেখা গিয়েছে পুলওয়ামা হামলার মূল চক্রী সন্ত্রাসবাদী নেতাকে। আর তার পরই ইসলামাবাদকে আক্রমণ করল ভারত।
ভারতের স্পষ্ট কথা তার বিরুদ্ধে পাকিস্তানকে কড়া ব্যবস্থা নিতে হবে।
মাসুদ আজহারকে নিয়ে রহস্য কম নেই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় বেশ কয়েকবার জইশ প্রধান মাসুদ আজহারের মৃত্যু নিয়ে জল্পনা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসেই শোনা গিয়েছিল বিস্ফোরণে নাকি নিহত হয়েছে মাসুদ। ভাইরাল হওয়া ভিডিওতে একটি গাড়ি বিস্ফোরণে তছনছ হতে দেখা যায়। নেটিজেনদের দাবি ছিল, ওই গাড়িতে ছিল মাসুদ আজহার। কখনও আবার এমনও শোনা গিয়েছে সে শয্যাশায়ী। দুবছর আগেই পাকিস্তানি আধিকারিকরা দাবি করেছিল যে মাসুদ আজহার আফগানিস্তানে আছে।
কিন্তু সাম্প্রতিক প্রকাশিত ভাইরাল ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ”আমাদের দাবি, ওর (আজহার) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক পাকিস্তান। অথচ বলা হয় ও নাকি পাকিস্তানে নেই। কিন্তু প্রাপ্ত রিপোর্ট যদি সত্যি হয় তাহলে তা পাকিস্তানের দ্বিচারিতাকেই তুলে ধরছে। মাসুদ আজহার ভারতে সীমান্ত পেরিয়ে এসে জঙ্গি হামলার সঙ্গে যুক্ত। আমাদের দাবি, কড়া পদক্ষেপ করতেই হবে ওর বিরুদ্ধে।” যদিও পাকিস্তান ওই ভিডিওর সত্যতা এখন পর্যন্ত স্বীকার করেন নি।