বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত কয়েকদিন আগেই ভারত সরকারের পক্ষ থেকে সিরিয়ায় থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। তখনই বোঝা গিয়েছিল যে সিরিয়া বিদ্রোহীদের হাতে চলে যাচ্ছে।

 

অবশেষে ঘটলো তাই। সিরিয়ার রাজধানী দামাস্কাস ইতিমধ্যেই দখল নিয়েছে তারা। প্রধানমন্ত্রী মহম্মদ গাজি আল-জালালি জানিয়েছেন, সরকার ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত। সিরিয়ায় ক্ষমতা দখল করতে উদ্যত সশস্ত্র গোষ্ঠী। বিগত কয়েক সপ্তাহ ধরেই সংঘর্ষ চলছে। একের পর এক শহর দখল করে নিচ্ছে। শনিবারই ভারত সরকারের তরফে সিরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এই মুহূর্তে সিরিয়ার অবস্থা খুবই বিপজ্জক। দিশেহারা দেশবাসী। প্রেসিডেন্ট নিজেই দেশবাসীকে ছেড়ে পালিয়ে গেছেন কোনো গোপন জায়গায়।

সূত্রের খবর, শনিবার সকালে সিরিয়ার সেনা ও নিরাপত্তা বাহিনী দামাস্কাস বিমানবন্দর ছেড়ে দেয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকেও নিরাপত্তা তুলে নেওয়া হয়। এদিকে, সিরিয়ার সশস্ত্র বাহিনী, ইসলামপন্থী হায়াত তাহিরি আল-শাম গ্রুপ জানিয়েছে, তারা দামাস্কাসে ঢুকে পড়েছে। সে দেশের সরকারি টেলিভিশন চ্যানেল তাদের দখলে। জেলও ভেঙেছে তারা। মুক্তি দেওয়া হচ্ছে আসাদের নির্দেশে গ্রেফতার হওয়া বিদ্রোহী, জঙ্গিদের। ফলে এক চূড়ান্ত নৈরাজ্য চলেছে পুরো সিরিয়া জুড়ে। এদিকে, কঠিন সময়ে পাশ থেকে সরে যাচ্ছে বন্ধু দেশগুলিও। রাশিয়া, ইরান আগেই হাত তুলে নিয়েছে। হিজবুল্লা গোষ্ঠী, যারা এতদিন সমর্থন পেয়েছে আসাদের, তারাও নিজেদের বাহিনী প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করেছে। শোনা যাচ্ছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদও দেশ ছেড়ে পালিয়েছেন। দামাস্কাস থেকে পূর্বদিকে বিমান উড়ে যেতে দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *