বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই মুহূর্তে নৈহাটির বড়মা ধর্মপ্রাণ মানুষের একটা বড়ো আবেগ। ওই মন্দিরকে নতুন রূপে তৈরী করার পড়ে উদ্বোধন করেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি ওই মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণেই বোঝা যাচ্ছে ওখানে ধর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজনৈতিক আবেগ। আগের দিনই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বড়মার নামেই হবে ফেরি পরিষেবার নামকরণ। এবার নৈহাটি ফেরি সার্ভিস বদলে তাই নামকরণ করা হল বড়মা ফেরি সার্ভিস। রাজ্য সরকারের পরিবহণ দফতরের পক্ষ থেকে এই নতুন বোর্ড লাগানো হয়েছে। পাশাপাশি নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের নতুন টিকিটও ছাপানো হয়েছে। ফলে নৈহাটি গঙ্গার ঘাট থেকে যাঁরা চুঁচুড়া পারাপার করবেন, তাঁদের নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের নামে নতুন টিকিট দেওয়া হবে। বড়মা এখন যুক্ত হয়ে গেলো গঙ্গার ওপারের চুঁচুড়ার সঙ্গে।
এর ফলে অনেকটা উপকৃত হলো সকলের। কারণ ওই ফেরি ঘাট উন্নতির জন্য ইতিমধ্যে ১০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। জানা গেছে সাংসদ তহবিল থেকে ওই টাকা খরচ করা হয়েছে। নৈহাটির বিধায়ক সনৎ দে জানান, ‘‘নৈহাটির মানুষের মনের ইচ্ছে পূরণ করেছেন মুখ্যমন্ত্রী। নৈহাটির বড়মা পুলিশফাঁড়ির ও নৈহাটির বড়মা ফেরি সার্ভিস পেয়ে নৈহাটিবাসী এখন খুবই খুশি।’’ খুশি এলাকার মানুষ, খুশি সকলেই।