বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সময়টা খুবই তাৎপর্যপূর্ণ। ঠিক যখন বাংলাদেশ হিন্দু বিরোধী উত্তাপে পুড়ছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রী যাচ্ছেন হিন্দুদের জগন্নাথ মন্দির পরিদর্শনে।
নবান্ন সূত্রের খবর, শেষ পর্যায়ের জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখার পাশাপাশি সেখানে তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী দিঘায় যাবেন। প্রশাসনের সূত্র জানায়, হেলিকপ্টারে দিঘায় আসছেন মুখ্যমন্ত্রী। রবিবার পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার চালিয়ে দেখে নেওয়া হবে। অন্যদিকে জগন্নাথ মন্দির ঘিরে আকর্ষণ তুঙ্গে। দিঘা চৈতন্য গেট তৈরির কাজ বা মাসির বাড়ি, অর্থাৎ পুরনো জগন্নাথ মন্দিরের সবটাই সাজানোর কাজ চলছে। চলতি বছরের মাঝামাঝি এই মন্দিরের উদ্বোধন হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা কাজের প্রয়োজনে কিছুটা সময় চেয়ে নেয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তাঁর সাধের ‘জগন্নাথ মন্দির’ পরিদর্শন করবেন।
স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কবে হবে এই মন্দিরের উদ্বোধন? জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী খতিয়ে দেখার পর প্রশাসন ও নির্মাণকারী সংস্থার মধ্যে এক বৈঠকের পর সেই বিষয়টি ঠিক হবে। এদিকে মুখ্যমন্ত্রীর সফরে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। মাইকিং করে ঘোষণা করা হচ্ছে যত্রতত্র ময়লা ফেলা বা গরু ছেড়ে রাখা যাবে না। ফুটপাথ পরিষ্কার রাখতে হবে। আগামী ১০ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার তিনি পূর্ব মেদিনীপুরের যাবেন। ১১ ডিসেম্বর দিঘার জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে আসবেন ১২ ডিসেম্বর। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগেই মন্দির উদ্বোধন করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। এই মুহূর্তে বাংলার সামগ্রিক পরিস্থিতিতে ‘মন্দির’ শব্দটা ভোট বাক্সে খুবই প্রাসঙ্গিক তাতে কোনো সন্দেহ নেই।