বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবারে যেন অনেকটা আগেই ঠান্ডা জাকিয়ে বসলো শিলিগুড়িতে। তাই রমরমা বিক্রি গরম জামা কাপড়ের দোকানে। শিলিগুড়ির বিধান মার্কেট, এবং হকার্স কর্নারে ভিড় উপচে পড়ছে সাধারণ মানুষের।
অন্যান্য বারের তুলনায় এবারে ঠান্ডা শিলিগুড়িতে আগেই পড়ে যাওয়ায় একেবারে পোয়া বড় দোকান মালিকদের। গত দুদিন ধরে শিলিগুড়িতে ঠান্ডা বেড়েছে অনেকটাই, তাই মানুষও আর দেরি না করে কিনতে শুরু করে দিয়েছেন জামা কাপড়। শীতের বাজার, তাই আর দেরি নয় শীত পড়ে গেছে বলে হয়তো আলাদা গুরুত্ব দিচ্ছে মানুষ। তাই সকাল থেকে সন্ধ্যা, গরম জামা কাপড় কিনতে উপচে পড়ছে মানুষের ভিড়। আর এবারে পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি , তাই জ্যাকেট বা সোয়েটার কিনতে মানুষের ভিড় দেখবার মত।