বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশ এখন প্রায় সম্পূর্ণভাবেই ধৰ্মীয় মৌলবাদীদের হাতে। তাদের আক্রমনের কেন্দ্রে সমস্ত হিন্দু মন্দির। এবার পোড়ানো হলো ঢাকার এক ইসকন মন্দির। এমনটাই অভিযোগ
এনেছেন ইসকন কলকাতার সহ সভাপতি রাধারমণ দাস। তিনি এক্স হ্যান্ডেলে তার ছবিও পোষ্ট করেন। তিনি লেখেন, “বাংলাদেশের নামহাটায় আরেকটি ইসকন সেন্টার পুড়িয়ে দেওয়া হল। লক্ষ্মী নারায়ণের মূর্তি ও মন্দিরের অন্যান্য জিনিসও সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এই সেন্টারটি ঢাকায় অবস্থিত।”স্বাভাবিক কারণেই ক্ষোভ বেড়ে চলেছে হিন্দুদের মধ্যে।
আধুনিক বাংলাদেশে একের পর এক বাড়িঘর, মন্দিরে ভাঙচুর, পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। ইসকনের বিভিন্ন মন্দিরেও হামলার অভিযোগ উঠেছে। এবার নামহাটা সেন্টারে হামলার অভিযোগ আনলেন ইসকনের সন্ন্যাসী রাধারমণ দাস। তিনি আরও লেখেন, “রাত ২টো-৩টে নাগাদ দুষ্কৃতীরা রাধাকৃষ্ণ মন্দির ও মহাভাগ্য লক্ষ্মী নারায়ণ মন্দিরে হামলা চালায়। মন্দিরের পিছনের অংশের টিনের ছাদ সরিয়ে পেট্রোল বা অক্টেন দিয়ে আগুন ধরিয়ে দেয়।” ছবিতে স্পষ্ট দেখা যায় আগুনের পোড়া দাগ। আমরা জানি না এখনো ইউনুস এই ছবিকে ফেক ছবি বলবেন কিনা।