বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুরুষতান্ত্রিক শাসন ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ দিয়েই প্রতিষ্ঠা পায় এই ‘উমোজ’ গ্রাম। এই কোনো পুরুষ বাস করেন না। শুধু নারীরাই থাকেন এই গ্রামে। জানেন, কোথায় রয়েছে সেই আজব গ্রাম।

 

এ গ্রামে পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেঙে নারীশক্তির অনন্য দৃষ্টান্ত তুলে ধরেছে। এ গ্রামের ঠিকানা কেনিয়ায়। কেনিয়ার উমোজ নামে এক গ্রাম রয়েছে। সেখানে শুধু নারীদের বাস। এ গ্রাম চলে নারীশক্তিতে। হাজার হাজার নির্যাতিতার ঠাঁই এ গ্রামে। সমাজে নির্যাতনের শিকার হয়ে এই পুরুষবর্জিত গ্রামে তারা বাসা বেঁধেছেন। তাঁদের নিজের মতো করে গড়েছেন সংসার।

প্রায় ৩০ বছর আগের ঘটনা। সাম্বুর সম্প্রদায়ের কয়েকজন নারী গোড়াপত্তন করেন এ গ্রামের। সমাজ থেকে বিচ্যুৎ, পরিবার থেকে বিতাড়িত মহিলারা নিজেদের উদ্যোদে গড়ে তোলেন অভয়াশ্রম। তারপর ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্যাতিতা, নিপীড়িতারা যোগ দেন এই বৃহত্তর পরিবারে। সামাজিক অত্যাচার ও শোষণের নির্মমতাকে পিছনে ফেলে এ গ্রামের নারীরা তৈরি করেছেন নিজস্ব এক পরিচয়। কী রয়েছে এর নেপথ্যে। যে কারণে সমাজের মূলস্রোত থেকে সরে এসে নিজেদের একটা গ্রাম বানিয়ে নিতে হল তাঁদের। স্থাপন করতে হল নব পরিচয়! তাঁরা এই গ্রামে এসে শুরু করেন কাঁধে কাঁধ মিলিয়ে শুরু হয়ে বেঁচে থাকার লড়াই। উমোজ গ্রামের সহ প্রতিষ্ঠাতা জেন নোমুকেন বলেন, এখন দিন বদলেছে, একজন মহিলার জীবনের সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের। তিনি কী করবেন, কার সঙ্গে জীবন কাটাবেন, কীভাবে জীবন কাটাবেন, সেই সিদ্ধান্তের অধিকারী তিনি নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *