বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবাস যোজনা নিয়ে বিস্তত দুর্নীতির অভিযোগ কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত। তারই মধ্যে সামনে আসলো একটা খুশির খবর। ভাঙাচোরা বাড়িতেই বহুদিন ধরে দিন গুজরান চলছিল অরুণ বর, প্রদীপ বর ও পঙ্কজ বর।

 

প্রদীপ বর স্থানীয় পঞ্চায়েতের সদস্যা দেবশ্রী ঘোষ বরের স্বামী। দেবশ্রী ঘোষ বলেন, “আমার শ্বশুর মশাইয়ের ৪০-৫০ বছরের বাড়ি এটি যা ভগ্নপ্রায়। স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে কোনওরকম কোনও সাহায্য পায়নি দীর্ঘদিন।” তার অভিযোগ তার পরিবার বিজেপি করে বলেই তাদের কোনো সাহায্য করা হয় না।

এর পরেই তারা ঠিক করেন যে সরাসরি মুখ্যমন্ত্রীর সাহায্য চাইবেন। বারবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের কাছে তাঁরা বঞ্চিত হয়েছেন বলেই অভিযোগ। এবারও আবাসের তালিকায় নাম না থাকায় সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন জানান। তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী।” তারপরেই ‘দিদিকে বলো’ তে ফোন করে বিস্তারিত জানান তারা। তার পরেই ম্যাজিকের মতো কাজ হয়। খবরে প্রকাশ,মুখ্যমন্ত্রীর দফতরে ১৩০৯ জনের নাম পাঁশকুড়া ব্লকে এসেছে। এলাকার বিজেপি নেতা অলক দোলই বলেন, এতদিন তৃণমূল নেতারা কাট মানি খেয়ে নিজেদের লোকদের নাম ঢুকিয়ে দিয়েছে। অন্যদিকে, এলাকার তৃণমূল নেতা গুরুপদ মুন্সী বলেন , “মানুষের সুবিধার জন্যই মুখ্যমন্ত্রী ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্পটা চালু করেন। আর সেই প্রকল্পে আবেদন জানিয়ে বাড়ি পেয়েছে বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী। আমরা সকলেই এতে খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *