বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কালীঘাটের কাকু’ নামটা শুনলেই যাঁর কথা প্রথম মনে পড়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র একাধিকবার অভিষেকের প্রশংসায় পঞ্চামুখ হয়ে ওঠেন ও অভিষেককে ‘আমার মালিক’ বলে সম্বোধন করেন।

 

নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র অবশেষে শুক্রবার জামিন পেলেন। গ্রেফতার হওয়ার পর থেকে বারবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনকী জেল হেফাজতে থাকাকালীন তাঁর হার্ট অপারেশনও হয়। দীর্ঘ সময় তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতার যুক্তি দেখিয়ে একাধিকবার আদালতে জামিনের আর্জি জানিয়েছেন সুজয়কৃষ্ণ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কিন্তু আজ তার জামিনের আবেদন মঞ্জুর হয়।

আদালত স্পষ্ট করে কিছু শর্ত দিয়েছেন। আদালত শুক্রবার জানায়, পাসপোর্ট জমা রাখতে হবে, ট্রায়াল কোর্টে যেতে হবে, মোবাইল নম্বর বদল করা যাবে না – এমন আরও কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল সুজয়কৃষ্ণ জেল থেকে বেরতে পারবেন কি না। সিবিআই নিম্ন আদালতে তাঁকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছেন। বারবার অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হননি তিনি। আজ, শুক্রবারই সেই মামলার শুনানি আছে। সেখানে তাঁকে জেল থেকেই হাজিরা দিতে বলা হয়েছে। স্বাভাবিক কারণেই মনে হতে পারে, জামিনে মুক্ত হয়েও তিনি মুক্তি পেলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *