বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কয়েক মাস আগে যখন সরকারি জমি উদ্ধার করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তখন কলকাতা প্রসঙ্গে তিনি বলেছিলেন দিন দিন কলকাতায় বাঙালিদের অস্তিত্বের সংকট, ভাষার সংকট দেখা দিচ্ছে।

 

তাঁর কথায় সত্যতা আছে। কলকাতার বহু জায়গা বা বাজার আছে, যেখানে হিন্দি ছাড়া আর কোনো ভাষা তেমন প্রচলিত নয়। এবার কলকাতা পৌরসভা এই বিষয়ে সচেতন হলো। কলকাতার দোকান, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক কেন্দ্রগুলির সাইনবোর্ড বাংলায় লিখতে হবে, এমনটাই জানিয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। এই নির্দেশকে বাধ্যতামূলক করতে চলেছে কেএমসি এমনটাই জানা যাচ্ছে। কলকাতা পুরসভার এক আধিকারিকের কথায়, শহরের যত দোকান, রেস্তোরাঁ, বাণিজ্যিক কেন্দ্র আছে সেখানে অন্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে সাইনবোর্ডে রাখতে হবে। সেই মর্মে ইতিমধ্যেই একটি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এটা না করতে পারলে একদিন হয়তো কলকাতা থেকে আমাদের প্রাণের বাংলা ভাষা হারিয়েই যাবে। তাই কর্পোরেশনের এই উদ্যোগকে নাগরিক মহল স্বগত জানিয়েছেন।

কলকাতা পৌরসভা সূত্রের খবর, ২০২৫ এর ২১ ফেব্রুয়ারির মধ্যে এই কাজ শুরু করতে হবে। কলকাতা পুরসভার সেক্রেটারি স্বপন কুন্ডুর কথায়, ইতিমধ্যেই দোকান, রেস্তোরাঁ, বাণিজ্যিক কেন্দ্রগুলির মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে। পুরসভার তরফে তাঁদের জানিয়ে দেওয়া হচ্ছে সাইনবোর্ডে অন্য ভাষার পাশাপাশি বাংলায় নাম ও তথ্যও লিখতে হবে। উল্লেখ্য, অক্টোবরে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে কলকাতায় পুরসভার একটি বৈঠকে জানিয়েছিলেন সরকারী ও বেসরকারী অফিসের সমস্ত সাইনবোর্ডে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা লেখা থাকা উচিত। এবার তাই কার্যকর হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *