বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক মহম্মদ ইউনুস বাংলাদেশের প্রথম ব্যক্তিত্ব যিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। আর এখন তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে বাংলাদেশ হিন্দুদের জীবনের সমস্ত শান্তি তিনি কেড়ে নিয়েছেন।
এবার বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মহম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন তিনি। নোবেল কমিটিকে তিনি লিখেছেন,”অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্তের নাম আজ হিংসা ও অবিচারের সঙ্গে জড়িয়ে। নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীনে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুরা চরম হিংসা ও আক্রমণের শিকার হচ্ছেন।” সঙ্গে তিনি যোগ করেন যে, মহম্মদ ইউনুসের সেই সমাজ সংস্কারকের ভূমিকা আর নেই। নেই তাঁর শান্তির কথা।
তিনি জানান, বাংলাদেশ জুড়ে এখন চলেছে সংখ্যালঘু হিন্দু নিধন যজ্ঞ। তাঁর চিঠিতে হিন্দুদের বাড়িঘর, মন্দির ভাঙচুর, গণহত্যা, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের কথা উল্লেখ করেছেন। দুর্গাপুজোর মতো হিন্দু উৎসবে বাধা দেওয়া, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগও জানিয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির উল্লেখ করে ধর্মীয় নেতাদের হুমকি, তাদের উপরে হামলার ঘটনারও উল্লেখ করেছেন তিনি। শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত ইউনূস আজ ‘হিন্দুদের হত্যাকারী’তে পরিচিত হয়েছেন বলেই উল্লেখ করেন বিজেপি সাংসদ। স্বাভাবিক কারণেই বিষয়টা আর ভারত বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রইলো না। পৌঁছে গেলো নোবেল কমিটির কাছেও। এ দিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে ইউনূসের নোবেল পাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, তাঁর নোবেল কেড়ে নেওয়া হবে কিনা তা আমি জানি না। কিন্তু এমন একজন মানুষ কিভাবে শান্তিতে নোবেল পেলেন, তা নিয়ে মানুষ প্রশ্ন তুলছেন।