বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছিল যে রাজ্যে বিজেপির জোয়ার আসতে চলেছে। কিন্তু বাস্তবে তা হয় নি। তাই সেভাবে বিজেপি সদস্য সংখ্যা বাড়াতে পারে নি।
সদস্য সংগ্রহের সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। সেই সময়সীমা পনেরো দিন বাড়িয়ে ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত করেছে বিজেপি। সদস্য সংগ্রহের নিরিখে পরিসংখ্যানগত ভাবে দলের বীরভূম সাংগঠনিক জেলা ভাল অবস্থানে থাকলেও, লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে। এই মুহূর্তে তারা কোটা পূরণের জন্য উঠেপড়ে লেগেছে। বীরভূম জেলায় তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে বিজেপির সদস্য সংগ্রহ।
এবার শিক্ষিত ছাত্র ছাত্রীদের মধ্য থেকে সদস্য সংগ্রহে জোর দিচ্ছে বিজেপি। তাই কলকাতায় তারা আবার নতুন করে ঝাঁপ দিয়েছে। নতুন নির্বাচকমণ্ডলীকে সদস্য করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে দল। দায়িত্ব দেওয়া হয়েছে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁকে। সদস্য সংগ্রহ করতে কখনও তিনি ছুটে যাচ্ছেন সেক্টর ফাইভে। সেখানে তথ্য প্রযুক্তি কর্মচারীদের সদস্য করছেন। কখনও তিনি যাচ্ছেন স্কুল-কলেজের বাইরে, মেট্রো স্টেশন, শপিং মল, বিনোদন পার্কে। এ বার সদস্য সংগ্রহ করতে ইন্দ্রনীল পৌঁছে গিয়েছিলেন কফি হাউজ়ে। কলেজ স্ট্রিটে বুধবার কলেজ পড়ুয়া থেকে বিভিন্ন বয়সীদের সদস্য সংগ্রহ করান তিনি। পরে তাঁর দাবি, “মানুষের কাছে স্বতঃস্ফূর্ত ও ভাল সাড়া পেয়েছি।” তিনি কফি হাউজের যে টেবিলে নতুন প্রজন্মের আড্ডা দেখেছেন, সেখানে গিয়েই কথা বলেছেন। কিছু ভালো প্রতিক্রিয়া পেয়েছেন বলেই তিনি জানান। এখন দেখার ১৫ তারিখের মধ্যে কত সদস্য সংগ্রহ সম্ভব।