বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সামনে ২০২৬ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় ঘুরতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে ও জন-সংযোগ বাড়াতে হবে।
কিছুদিন ধরেই তিনি চাইছিলেন বিধায়কদের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের জন্য একটা কমন প্লাটফর্ম তৈরী হোক। সোমবার বিধানসভায় পরিষদীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, সমস্ত বিধায়কদের নিয়ে তৈরী হোক একটি হোয়াটস এপ গ্রুপ। সংগে সঙ্গে অরূপ বিশ্বস তৈরী করেন হোয়াটস এপ গ্রুপ – যার নাম দেওয়া হয় ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বারস’।
সূত্রের খবর, বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের উদ্দেশে বলেন, ‘শৃঙ্খলা মানতে হবে সবাইকেই। সেটা না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর শোকজ করা হবে।’ তাঁর নির্দেশ, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়কে মাথায় রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বিধায়কদের নিয়ে। সব কর্মসূচি দল ওই গ্রুপে জানিয়ে দেবে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই হোয়াটস অ্যাপ গ্রুপের অ্যাডমিন হয়েছেন অরুপ বিশ্বাস। এই হোয়াটস অ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা ২২৫ জন। এমনকী বিধায়কদের বিষয়ে এই হোয়াটস অ্যাপ গ্রুপেই সিদ্ধান্ত জানাবে তৃণমূল পরিষদীয় দল। এখানে নিজেদের কথা জানাতে পারবেন দলের সব বিধায়করা। একে বলাই চলে প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল ভারত’ এর একটি প্রকাশ।