বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যখন সারা রাজ্য জুড়ে আবাস দুর্নীতির খবর আসছে, ঠিক তখনই মন ভালো করা একটি খবর পেয়ে খুশি নাগরিক মহল।জানা গিয়েছে, মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকার বাসিন্দা সুরেন্দ্র আর্থিকভাবে খুবই দুর্বল।
পেশায় তিনি একজন কাঠের মিস্ত্রি। যে টিনের ঘরে তিনি থাকেন সেই ঘরটির অবস্থাও খুবই খারাপ। আবাস যোজনায় ঘর পেতে তিনি আবেদন করেছিলেন। কিন্তু অপেক্ষা করেও তালিকায় নিজের নাম দেখতে পাননি সুরেন্দ্র। মন খারাপ নিয়েই তিনি ‘দিদিকে বলো’ নম্বরে ফোন করেন। ফোনে তিনি তার ঠিকানা সহ বিস্তারিত জানান। তার পরেই ঘটলো ম্যাজিক।
সমস্যার সমাধান হয় সুরেন্দ্রর। মঙ্গলবার সরকারি আধিকারিকরা তাঁর বাড়ি সরেজমিনে পরিদর্শন করে যান। আর তার পরেই তার নাম উঠে যায় আবাস তালিকায়। এই নেতা সুরেন্দ্র বর্মণ কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা এবং তিনি বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি। ঘর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন সুরেন্দ্র। ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত বলেন, মুখ্যমন্ত্রী মানবিক। তিনি দলমত নির্বিশেষে সকলকেই সরকারি সুবিধার ব্যবস্থা করে দেন।