বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। এই নিয়ে শুধুই ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়েছে প্রতিবাদ। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

 

প্রাক্তন কংগ্রেস সাংসদের কথায়, পড়শি দেশের একাংশ উগ্র মৌলবাদী মানুষ এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বাংলাদেশের সাধারণ মানুষ তাঁরা কখনই হিন্দু বিরোধী নন। তিনি বলেন, “বাংলাদেশের জনসংখ্যার একটা মৌলবাদী অংশ সেখানকার টালমাটাল পরিস্থিতি ও অস্থিরতার সুযোগ নিয়ে, আর মহম্মদ ইউনূসের অদক্ষতার সুযোগ নিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে চাইছে। এই বাংলাদেশে আজ যাঁরা মৌলবাদী শক্তি, একদিন তাঁদের হাতেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের হত্যা হয়েছিল। স্বাভাবিকভাবেই সেই শক্তি হয়ত এতদিন দমে ছিল। এবার মাথা চাড়া দিয়ে উঠেছে।” তিনি বলেন, পাকিস্তান পন্থী মৌলবাদীদের হাতের পুতুলের পরিনত হয়েছেন ইউনুস।

তিনি বলেন, সেই মৌলবাদীদের হাতে আক্রান্ত হচ্ছে সে দেশের মৌলবাদ বিরোধী মুসলিম সমাজও। তাঁর কথায় -“মৌলবাদীদের হাতে বিপন্ন হচ্ছে হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় ও উদারপন্থী মুসলমান সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশের সবাই রাতারাতি হিন্দু বিরোধী হয়ে গেল এটা নিছক কল্পনা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের সব মানুষ রাতারাতি হিন্দু বিরোধী হয়ে যায়নি।” তিনি বিশ্বাস করেন বাংলাদেশের সেকুলার মানসিকতা সম্পন্ন মানুষ কখনোই এই অত্যাচার মেনে নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *