বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পর্যটন শিল্প বহুদূর এগিয়ে গেছে বাংলা ও উড়িষ্যা। ফলে নতুন নতুন বেড়ানোর জায়গা আবিষ্কার হচ্ছে। তেমনি একটি অফবিট সমুদ্র সৈকত দাগারা সৈকত।

 

কলকাতার একেবারে কাছেই, মাত্র কয়েকঘণ্টার মধ্যেই পৌঁছে যান সমুদ্র সৈকতে। গাড়িতেই সেখানে পৌঁছানো যায়। ট্রেন-বাসের ঝক্কি নেওয়ার প্রয়োজন নেই। নিজের গাড়ি হোক বা ভাড়া গাড়ি হোক দু’একটা দিন সুন্দর কেটে যাবে। দিঘর কাছাকাছি কিন্তু একদম অফবিট ভার্জিন বিচ এই দাগারা বিচ। অদূরেই আছে বিখ্যাত জলেশ্বর মন্দির। ধর্মপ্রাণ মানুষের কাছে খুবই পবিত্র এই মন্দির।

সুবর্ণ রেখা নদী দর্শন করেই আপনাকে যেতে হবে এই দাগারা বিচে। ফলে একসঙ্গে নদী সমুদ্র সবই পাবেন। সপ্তাহান্তে লং ড্রাইভ সঙ্গে সমুদ্রের হাত ছানি পারফেক্স উইকেন্ড ট্রিপ তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখানেও সমুদ্র বেশ উত্তাল। স্নান করতে মজা লাগবে। সৈকতের চারপাশে যথারীতি ঝাউবন। ঠিক যেমনটা দিঘায় রয়েছে। তবে দিঘার থেকে এই সৈকত অনেক নিরিবিলি। এই সৈকতে মৎস্যজীবীদের ট্রলারের আনাগোনা দেখতে পাবেন। উত্তাল ঢেউ সামলে কীভাবে মৎস্যজীবীরা নৌকা ভাসান সাগরে সে দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে পিকনিকে সবরকম বন্দোবস্ত রয়েছে। এখানে থাকতে গেলে সরকারি একটি হেস্ট হাউস রয়েছে। খুব ভাল না হলেও এক রাত থাকা যায়। না হলে খড়গপুরে স্টে করে সেখান থেকে এই সৈকতে বেড়িয়ে আবার ফিরে আসা যায় খড়গপুরে। সুন্দর একটা অল্প খরচে সপ্তাহান্তে বে়ড়ানোর জায়গা। এছাড়াও দুটো লজ আছে। তাই স্বচ্ছন্দে ঘুরে আসতে পারেন এই ভার্জিন সমুদ্র সৈকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *