বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশের পরিবেশ যে সংখ্যালঘু হিন্দুদের বাসযোগ্য নেই – তা ক্রমাগত অস্বীকার করে চলেছে বাংলাদেশ সরকার ও সে দেশের একদল পাকিস্তানপন্থী মৌলবাদী সংগঠন। তারই প্রভাব এবার এসে পড়লো সংবাদ মাধ্যমের উপর।
বিনোদনের নামে উস্কানিমূলক ঘনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে – এই অভিযোগ আনা হলো বেশ কিছু চ্যানেলের বিরুদ্ধে। এসব অভিযোগ তুলে ভারতীয় চ্যানেল নিষিদ্ধের দাবি উঠল ইউনুসের বাংলাদেশে। হাই কোর্টে এনিয়ে মামলা দায়ের করেছেন জনৈক আইনজীবী।গত কয়েক সপ্তাহ ধরে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। পথে নেমে প্রতিবাদে শামিল হন সংখ্যালঘুরা। এই আগুনে ঘি ঢেলেছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি এবং তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। সোমবার তাঁর জামিন মামলার শুনানির কথা থাকলেও কোনও আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি হয়নি। আরও একমাস কারাগারে থাকতে হবে চিন্ময় প্রভুকে। এই ঘটনায় প্রতিবাদে আরও গর্জে উঠেছেন সে দেশের সংখ্যালঘুরা। আসলে প্রথম দিন চিন্ময় স্বামীর হয়ে প্রথমদিন ৫১ জন আইনজীবী উপস্থিত ছিলেন। তারপরেই মৌলবাদীদের আক্রমনে প্রধান আইনজীনী মার খেয়ে এখন হসপিটালে। অন্যান্য বহু আইনজীবীকে মারা হয়েছে আর বাকি আইনজীনীদের হুমকি দেওয়া হয়েছে বলেই পরের শুনানিতে একজন আইনজীবী উপস্থিত হওয়ার সাহস দেখাতে পারে নি।
এই পরিস্থিতিতে বাংলাদেশের আইনজীবী একলাস উদ্দিন ভুঁইঞা হাই কোর্টে মামলা দায়ের করেছেন সে দেশে ভারতীয় চ্যানেল, সংবাদমাধ্যম নিষিদ্ধ করার। তাঁর অভিযোগ, বাংলাদেশের ঘটনাবলি নিয়ে ভারতে যেভাবে দেখানো হচ্ছে, তা উসকানিমূলক। বিনোদনের নামে এসব বাংলাদেশের সংস্কৃতি ও যুব সম্প্রদায়ের বিকাশের পক্ষে বিপজ্জনক। তাই এসব সম্প্রচার বন্ধ করা হোক। মামলায় তা বিশদে উল্লেখ করেছেন আইনজীবী। সূত্রের খবর, বিচারপতি ফতেমা নাজিম ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা।