বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অবশেষে শিলিগুড়িতে বিক্ষোভ শুরু হল। বাংলাদেশের দাঙ্গার পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ শুরু হল। আজকে শিলিগুড়ির হাকিম পাড়ায় বাংলাদেশের মোহাম্মদ ইউসুফ এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হলো।
তার পোস্টার পুড়িয়ে যাওয়া হলো। বাংলাদেশের সাম্প্রতিক গন্ডগোল ভয়াবহ আকার নিয়েছে। চরম অত্যাচারিত হচ্ছে হিন্দুরা বলে জানা গেছে। জমি আমার সব কেড়ে নেওয়া হচ্ছে।, তাদেরকে নিজের এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছে হিন্দুরা। ইসকন এই নিয়ে এক বিশাল বিক্ষোভ শুরু করছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে তাদের বিক্ষোভ আছড়ে পড়েছে বাংলাদেশ। একটাই দাবি তাদের হিন্দুদের অস্তিত্বকে বুঝতে হবে। শুধু শিলিগুড়ি কেন সারা দেশের বিভিন্ন এলাকা জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। হিন্দুরা বিক্ষোভ শুরু করেছেন। বিভিন্ন ধর্মীয় উপস্থিত থাকা সাধু সন্ন্যাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। শিলিগুড়িতে আজকে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলো। যদিও শিলিগুড়ির কোন রাজনৈতিক নেতৃত্বে তরফ থেকে এই নিয়ে এখনো পর্যন্ত কোন বিবৃতি দেওয়া হয়নি।