বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গ্যাস কোম্পানির দ্বারা পরিচালিত হলো আজকের একটি রান্না প্রতিযোগিতা। শিলিগুড়িতে এই প্রতিযোগিতা অনেকদিন ধরেই জনপ্রিয় ।

 

তাছাড়া শীতের সময়ের এই প্রতিযোগিতা কে ঘিরে মানুষের আকর্ষণ থাকে প্রচুর। বিভিন্ন ধরনের রান্নাr স্বাদ নিয়ে এজন্য এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আয়োজন করা হয়েছিল। অংশগ্রহণ করেছিলেন শিলিগুড়ির বিভিন্ন এলাকার মহিলা এবং গৃহবধূরা। সবাই নিজের সেরা তাই দিয়েছেন বলে জানালেন আয়োজকরা। তাদের মধ্য থেকে এই প্রতিযোগিতায় সেরা হলেন শিলিগুড়ির হাকিম পাড়ার নিবাসী তানিমা ঘোষ। কিরে জানালেন আজকে আমার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে আনন্দ হচ্ছে। আর বহুদিন ধরেই আমার ইচ্ছা ছিল এই জন্মে প্রতিযোগিতায় যোগদান করে সেরা সেরা শিরোপা নাওয়া। আমি খুশি আজকে এই কাজটা ভালোমতো করতে পেরে। জানালেন তনিমা। রান্না আমার এক জিনিস যেটা করে এবং খাইয়ে একটা আলাদা তৃপ্তি এবং আনন্দ পাওয়া যায়। আর শুধু তাই নয় রান্না একের নয় রান্না দশের জন্য। তাই আমি আজকে এখানে আসতে পেরে যেমন আনন্দিত হয়েছি তেমনি প্রতিযোগিতায় সেরা হতে পারে গর্ব বোধ করছি।
ভবিষ্যতেও ইচ্ছা থাকলো এই ধরনের প্রতিযোগিতায় যোগদান করার। জানালেন তনিমা । তিনি আরো জানালেন পরিবারের লোকেদের উৎসাহ এবং তাদের আগ্রহের কারণে আজকে আমি এই প্রতিযোগিতায় সেরা হতে পারলাম। এই কৃতিত্ব আমার সাথে তাদেরও প্রাপ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *