বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই নির্দেশ ইসকনের সন্ন্যাসীদের কাছে খুবই পীড়াদায়ক। তবুও অসহায় ইসকনের সন্ন্যাসীরা। তাদের প্রাণ বাঁচানোর সবার আগে দরকার। তাই কলকাতা ইসকনের পক্ষ থেকে বাংলাদেশের ইসকনের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে, গেরুয়া পোশাক পরবেন না।
তিলক কাটবেন না। কপালে সিঁদুর পড়বেন না। মাথা ঢেকে রাখবেন। ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাসের মতে, এখন বাংলাদেশের পরিস্থিতি, তাতে আগে জীবন বাঁচানোর উপরে জোর দিতে হবে। সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। থাকতে হবে সুরক্ষিত। আর সুরক্ষিত থাকার জন্য আপাতত হিন্দু সন্ন্যাসী এবং ভক্তদের গেরুয়া পোশাক এড়িয়ে যাওয়ার মতো পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ‘এই সংকটের মুহূর্তে আমি সব সন্ন্যাসী এবং ভক্তকে পরামর্শ দিচ্ছি যে নিজেদের রক্ষা করতে এবং সংঘাত এড়িয়ে চলতে হবে। ওঁদের গেরুয়া পোশাক পরতে এবং কপালে সিঁদুর দিতে বারণ করেছি আমি। ওঁদের যদি মনে হয় যে গেরুয়া মাল্য পরা উচিত, তাহলে এমন ভাবে পরতে হবে, যাতে কোনও পোশাকের মধ্যে সেটা লুকিয়ে রাখা যায় এবং বাইরে থেকে দেখা যায় না।’ ধর্মপ্রাণ মানুষের কাছে এই নির্দেশ খুবই দুঃখের। কিন্তু প্রাণ বাঁচানো আগে দরকার।
এই মুহূর্তে বাংলাদেশে চলেছে চরম অরাজকতা। সংখ্যালঘু হিন্দুদের উপর চলেছে নির্মম অত্যাচার। । অভিযোগ উঠেছে যে আক্রমণ নেমে এসেছে ইসকনের সন্ন্যাসীদের। এমনকী ইসকনের প্রায় ৬৩ জন সন্ন্যাসীকে বাংলাদেশ থেকে ভারতে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। যাঁরা বাংলাদেশের নাগরিক। শুধু তাই নয়, ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র দাবি করেছেন যে গত কয়েকদিন ধরে চিন্ময় প্রভুর সচিবের খোঁজ পাচ্ছেন না। তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে।