বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঘটনা ঘরের পরেই ভারত সরকারের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা করা হয় ও দুঃখ প্রকাশ করা হয়। জানা গেছে,
ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা আজ সোমবার দুপুরের দিকে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে এই হামলা চালান। ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি গভীরভাবে দুঃখজনক।’ স্বাভাবিক কারণেই এই নিয়ে তীব্র ক্ষোভ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
সোমবার দুপুরে এই হামলা হয়। জানা যায় সেখান থেকে বাংলাদেশের পতাকা নামিয়ে দেওয়া হয়। ভাঙ্গা হয় কিছু আসবাবপত্র। এই ঘটনার পরেই গভীর দুঃখ প্রকাশ করেন নয়াদিল্লি। ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীও ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ‘এটাও মনে রাখতে হবে, এটা কিন্তু দীর্ঘদিনের ক্ষোভের প্রকাশ।’